নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে মহানগরীতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী গতকাল ডা: কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান এম.এ মান্নান খান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি
ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার ডি.এম জহুরুল ইসলাম, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যাপক ড. শামসুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক বিকাশ চাকমা, উপ-কারা মহাপরিদর্শক আলতাব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ নূরুল্লাহ ও আয়োজনের আহবায়ক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক নাজমা রহমান। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস