নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর শিক্ষার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রামেকের ডা. কাইছার রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখা এ সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় মেয়র বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়নই প্রকৃত উন্নয়ন নয়। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে এতে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল বারী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির নগর শাখার সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে