নিজস্ব প্রতিবেদক :
নতুন বছরের প্রথম দিনে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বই উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজিয়েট স্কুলে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।রাজশাহী জেলা শিক্ষা অফিস আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তৌহিদ আরা। সঞ্চালনায় ছিলেন কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষিকা লায়লা বিলকিস। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মেয়রসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য, রাজশাহী জেলায় প্রাথমিক পর্যায়ে ১৪ লাখ ১১ হাজার ৫৫৪ কপি বই, প্রি-প্রাইমারি পর্যায়ে ৪৮ হাজার ২০৯টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ৪৫ লাখ ৯৬ হাজার ২৯ কপি বই বিতরণ করা হচ্ছে।
খবর ২৪ ঘন্টা/আর