নিজস্ব প্রতিবেদক: আরও এক শিক্ষানবীশ এএসপি’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।তিনি রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনালের ৪১১ নম্বর রুমে ছিলেন। তাকে রাতে হোটেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সোমবার রামেক হাসপাতাল ল্যাবে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণরত শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের (এএসপি) করোনাপজিটিভ হয়। করোনা পরীক্ষার জন্য তাকে রাজশাহী নগরীতে আনা হয়েছিলো।
গত রবিবার রাতে আরেক এএসপির করোনা পজিটিভ রিপোর্ট শনাক্ত হয়। গতকাল শনাক্ত হওয়া ওই এএসপি বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে মেট্রোপলিটন পুলিশের এ্যম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা যায়, প্রশিক্ষণরত এএসপিরা লকডাউনের কারণে দীর্ঘ দুই মাস পর পুনরায় সারদায় যোগদান করতে আসেন। তাদের সকলের করোনা পরীক্ষার জন্য রাজশাহী আনা হলে নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়ে। খবর২৪ঘন্টা /এবি