রাজশাহী মহানগরীতে লাচ্ছা সেমাই এর মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই লাচ্ছা সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করে।
জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ফুড ফেয়ার লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালায়। এ সময় লাচ্ছা সেমাই কারখানাটির মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লসমি চাকমা কারখানাটিকে ৫ হাজার টাকা জরিমানা করে। উপস্থিত ছিলেন, বিএসটিআই রাজশাহী অফিসের সহকারী পরচিালক জহুরুল ইসলাম, পরিদর্শক শাহ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এস/আর