নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কোন ধরণের লাইসেন্স ছাড়াই ঠিকাদারি করেন ঘোড়ামারা এলাকার সুজন। লাইসেন্স নেই তবুও তিনি বড় বড় ভবনের পাইলিং নির্মাণের কাজ করেন। কাজ করতে গিয়ে নানা ও অনিয়ম ও জোরজবস্তিও করে থাকেন। এমনকি এলাকার রাস্তাঘাট ও পরিবেশ নষ্ট করেন বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।
নগরীর টিকাপাড়া এলাকায় এমনি একটি ৭ তলা ভবণের পাইলিং নির্মাণের কাজ করছেন তিনি। পাইলিং নির্মাণ করতে গিয়ে এলাকার পরিবেশ দূষণ ও এলাকার একটি মাত্র পুকুরে মাটি দিয়ে ভরাট করে ফেলছেন। সেই সাথে ড্রেন ও রাস্তাও ভেঙ্গে ফেলা হচ্ছে। তার দাফটে কেউ প্রতিবাদ করতে পারছেন না।
খবর ২৪ ঘণ্টার পক্ষ থেকে ঠিকাদার সুজনের কাছে তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে তিনি বলেন, আমার লাইসেন্স নাই। এসব কাজ করার জন্য লাইসেন্স দরকার নাই। ভবণের পাইলিং করতে গিয়ে রাস্তা-ঘাট নষ্ট ও পুকুরে মাটি ফেলছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জমির মালিক পুকুরে মাটি ভরাটের জন্য নির্দেশ দিয়েছে। এলাকার পরিবেশ নষ্ট করার জন্য আমি দায়ী নয়। মালিক বিষয়টি দেখবে। এগুলো দেখা আমার দায়িত্ব নয়।
২৩ জন মালিকের মধ্যে একজন মালিক রুহুল আমিন। তিনি এই ভবন নির্মাণের তদারকি ও কাজের দেখভাল করছেন। রুহুল আমীন খবর ২৪ ঘণ্টাকে বলেন, আমরা পাইলিং নির্মাণের কাজের দায়িত্ব ঠিকাদার সুজনকে দেখেছি। যাবতীয় বিষয় দেখার দায়িত্ব সুজনের। মাটি কোথায় ফেলবে সেটা তার দায়িত্ব। পরিবেশ ভাল রেখে কাজ করতে হবে। এর জন্য সেই দায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, টিকাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনটির মোট মালিক ২৩ জন। এরমধ্যে ২১ জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার ও একজন চারঘাট ও একজন রাজশাহীর।
ওই এলাকার শাহিন জোয়ারদার নামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ভবণের পাইলিং নির্মাণের কাজ করতে গিয়ে ঠিকাদার সুজন এলাকার পরিবেশ নষ্ট করে ফেলছে। সন্ত্রাসী কায়দায় তারা ভবণ নির্মাণ করছে। রমজান মাস হলেও তারা ইফতার ও নামাযের সময়ও মেশিন বন্ধ করেনা।
একই এলাকার কাওসার অভিযোগ করে বলেন, এভাবে ভবণ নির্মাণের তীব্র প্রতিবাদ করছি। রাস্তাঘাট সব নষ্ট করে ফেলা হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে খবর ২৪ ঘণ্টার পক্ষ থেকে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কি অন্তর্যামী? কেউ জানায়নি। না জানালে জানবো কোথা থেকে? খোঁজ নেওয়া হবে।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা করে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ঠিকাদার লাইসেন্স ছাড়াই কাজ করছে এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে। সেরকম কিছু পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা
দায়ের করা হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপ আলী (২৩) নামের এক পাইলিং শ্রমিক নিহত ও ওয়াসিম আলী নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন। আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক ও আহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চক গ্রামে।
খবর২৪ঘণ্টা.কম/জন