নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসান ওরফে হাসান নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে মহানগরীর ৫নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়েছে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানায়, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নং বাঁধ অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। ৮/১০ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত আবুল হাসানের বাড়ি নগরের কর্ণহার থানার সোনাইকান্দি এলাকায়।
খবর২৪ঘণ্টা/ এমকে