নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে টাউলী-ট্রলি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নগরীর বুধপাড়া গনি মিঞার মোড় সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনের টাউলী হরিয়ান স্টেশনের দিকে যাচ্ছিলো। পথে সেটি বুধপাড়া রেলক্রসিংয়ে পৌঁছালো ওই রাস্তা দিয়ে আসা ইটবাহী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ট্রলি ও টাইলী দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়। আহতদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। দ রাজশাহী রেলওয়ে থানার ওসি সাইদ ইকবাল বলেন, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে