নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ের সরকারি তেল চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় পশ্চিমাঞ্চল রেলের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনি (আরএনবি)। আজ শুক্রবার রাত সাতটার দিকে তাকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির পরিদর্শক আহসান হাবীব জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেলওয়েতে যে তেল চুরির ঘটনা ঘটে সেই ঘটনায় সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসান ওতপ্রোতভাবে জড়িত। যে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় তিনিও একজন আসামি। মামলার বাদী এসআই আসাদুজ্জামান। সেই মামলায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বাকি রয়েছে আরো তিনজন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গতকাল রোববার রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে সরকারি তেল যমুনা ওয়েলের লরিতে করে চুরি করা হচ্ছিল। এ সময় আরএনবির হাতে তিনজন আটক হয়। এরপর পরেই সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। আজ তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।