নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ব্যাটারি চালিত চিকন চাকার রিক্সা জব্দ করায় ক্ষোভে পুলিশ সদস্য জয়কুমারের উপর হামলা করে দা দিয়ে কুপিয়ে আহত করে চালক রফিকুল ইসলাম (৩৬)। ৪ তারিখ রাত সাড়ে ১২টার দিকে তাকে নগরীর পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করেছে। আটক রিক্সা চালক নগরীর নগরীর চন্দ্রিমা থানার ছোটন বনগ্রাম এলাকার আব্দুর রশীদের ছেলে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাফিক অফিসের সামনে হামলা
চালিয়ে ওই পুলিশ সদস্যকে আহত করা হয়। বুধবার দুপুরে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রফিকুল চিকন চাকার অটোরিক্সা চালায়। মঙ্গলবার দুুপুর ১টার দিকে একজন ট্রাফিক সার্জেন্ট নগরীর লক্ষীপুর মোড়ে ডিউটি করার সময় তার অটোরিক্সাটি জব্দ করে। চিকন চাকার
অটোরিক্সা নগরীতে চালানো নিষিদ্ধ হওয়ায় অটোরিক্সাটি সার্জেন্ট জব্দ করে ট্রাফিক অফিসে পাঠিয়ে দেয়। রিক্সা জব্দ করায় সে ক্ষুব্দ হয়ে যায়। এতে সে রাগের বশবর্তী হয়ে সে ভাংড়ী দোকান থেকে একটি রড সংগ্রহ করে এবং ট্রাফিক অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এ সময় সে ট্রাফিক অফিস থেকে হেলমেট হাতে কনস্টবল জয় কুমারকে বের হতে দেখে। তখন সে কনস্টবল জয়কে সে ট্রাফিকের লোক মনে করে হাতে থাকা রড দিয়ে তার মাথায় ও হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় কনস্টবল তার হাতে
থাকা হেলমেট দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পাশে থাকা ট্রাফিক পুলিশের সদস্য ও পথচারীরা ধর ধর বললে সে হেলমেটটি কেড়ে নিয়ে দৌড়িয়ে কিছুদুর গিয়ে একটি অটোরিক্সায় উঠে পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রফিকুল পুরো ঘটনা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার দেখানো মতে তার বাড়ী হতে ঘটনার সময় তার ব্যবহৃত গেঞ্জি, প্যান্ট ও পুলিশের ছিনতাইকৃত হেলমেটটি উদ্ধার করা হয় এবং রেলওয়ে অফিসার্স মেসের সামনের ড্রেন হতে আঘাতের কাজে ব্যবহৃত রডটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস