নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলছে ভবন নির্মাণের কাজ। এতে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সাথে ভোগান্তির মধ্যেও পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা। এতে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। এতকিছুর পরেও যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে কোন জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ।
স্থানীয়রা বলছেন, নগরীর বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘদিন যাবৎ নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। যাতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা ভোগান্তির মধ্যে পড়েন। শুধু তাই না মাঝে মধ্যে এর কারণে ফাঁকা রাস্তায় যানযট লেগে যায়। এরপরও রাসিকের পক্ষ থেকে নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। আগে কম থাকলেও বর্তমান সময়ে নগরীর বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী বেশি রাখা হচ্ছে। ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটান ঘটছে।
খোঁজ নিয়ে জানা, রাজশাহী মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ গোরহাঙ্গা বিন্দুর মোড়ে দীর্ঘদিন ধরে একটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই ভবন নির্মাণের শুরু থেকেই রাস্তার প্রায় অর্ধেক ও পথচারীদের চলাচলের পুরো ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, নগরীর সাগরপাড়া, রেলগেট চত্বর থেকে সাহেব বাজার জিরোপয়েন্ট, গণকপাড়া এবং সোনাদিঘীর মোড়ে যাওয়ার প্রধান রাস্তা হওয়ায় এই রাস্তা দিয়ে সবসময় যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তাটি বড় হওয়ার পরও শুধু রাস্তার উপর নির্মাণ সামগ্রী থাকার কারণে প্রায় যানযট লেগে যায়। এমনকি ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটার মত ফাঁকা জায়গাও থাকে না। সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানে সবসময় যানযট লেগে থাকে। কারণ এখানে এসেই পথ না পেয়ে যানবাহন থেমে যায়।
শুধু ওই এলাকাতেই নয় নগরীর প্রত্যেকটা এলাকার দৃশ্য এটা। নির্মাণ সামগ্রী রেখে চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
অন্যদিকে, নগরীর লক্ষীপুর মোড়ে একটি বেসরকারী লাইফ ইন্সুরেন্সের ভবন নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। সেখানেও একইভাবে মানুষ চলাচলের ফুটপাত দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। শুধু সেখানেই নগরীর বিভিন্ন এলাকায় একইভাবে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। যার কারণে মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘœ ঘটে। তারপরও রাসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায় না। এ নিয়ে নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে এমন বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে প্রধান প্রকৌশলী আশরাফুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার উপরে যাতে নির্মাণ সামগ্রী না রাখা হয় সে বিষয়ে মালিকদের মাঝে সচেতনতা বাড়ানো হচ্ছে। নিষেধ করা সত্বেও তারা নির্মাণ সামগ্রী রাখলে কি ধরণের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিষেধ না মানলে জরিমানা করা হবে। বিভিন্ন সময়ে জরিমানা করা হয়েছে।
তবে সচেতনতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পদটি বেশ কিছুদিন ধরে খালি রয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগরবাসীকে সচেতন করা হচ্ছে। তারপরও কথা না শুনলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
খবর ২৪ ঘণ্টা/এমকে