নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজারে অবস্থিত কোরআন মঞ্জিল বইয়ের দোকানের সামনে মরিয়ম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বাভাবিক মৃত্যু হয়। বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, নগরীর প্রাণ কেন্দ্র সাহেব বাজারের মঞ্জিল নামে এক বইয়ের দোকানের সামনে মরিয়মের মৃত্যু হয়। পরে
বিষয়টি স্থানীয়রা বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার কাছে থাকা চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে ঠিকানা পাওয়া যায়। বোয়ালিয়া থানা এলাকার সাহেব বাজার, মনিচত্বর, সোনাদিঘীর মোড় এলাকায় ভিক্ষা করতেন। কেউ তাকে চিনতে পারলে বোয়ালিয়া মডেল থানার ওসির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। , মোবাঃ ০১৭১৩-৩৭৩৩০৯।
আর/এস