নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষ্মিপুর মিঠুর মোড় এলাকার রওশন আরা নামের এক স্কুল শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রওশন আরা নামের ওই স্কুল শিক্ষকের গৃহকর্মী বাড়ির সিড়ি ঘরে খড়ির চুলাতে ভাত রান্না করছিলেন। রান্না করা অবস্থায় নিচে নেমে কাজ শেষে সিড়ি ঘরে গিয়ে দেখেন যে আগুন
লেগেছে। আগুন দ্রুত সিড়ি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌছে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর