নিজস্ব প্রতিবেদক :
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর রাজপাড়া থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের
উপ-পুলিশ কমিশনার আমির জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুর রশিদ, রাজশাহী মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশের সেবা জনগনের মাঝে আরো বেগবান করতে হবে। যাতে মানুষ পুলিশকে ভয় না পেয়ে তাদের কাছে এসে নিজেদের সমস্যার কথা বলতে পারেন। সুষ্ঠ পুলিশিংয়ের জন্য জনগনকেও পুলিশকে সহায়তা করার আহবান জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/আরএস