ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে খাদ্যে রং মেশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

omor faruk
মে ১৪, ২০১৯ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর রং মেশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিসিক এলাকার রাতুল বেকারীকে অস্বাস্থ্যকর রং মেশানোর দায়ে ১৫ হাজার টাকা এবং প্রাণ এগ্রো ফুড লিমিটেডকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এঁর নেতৃত্বে খাদ্যে ভেজাল বিরোধী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।রাজশাহী জেলা প্রশাসনের নির্দেশনায় পবিত্র

মাহে রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। বিসিক শিল্প এলাকায় অবস্থিত রাতুল বেকারীকে অস্বাস্থ্যকর রং মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রাণ এগ্রো ফুড লিমিটেডকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে, জনকল্যাণে ও জননিরাপত্তায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও আরো জানানো হয়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।