নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ইতি বেগম (২২) নামের এক গৃহবধূ ভর্তি হয়েছেন। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারিপাড়া এলাকার ইকবাল হোসেনের স্ত্রী। তাদের স্থায়ী বাড়ি খুলনা জেলায়। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সহযোগিতায় ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার গৃহবধূ ইতি অভিযোগ করে জানান, গত ৪ বছর পূর্বে আগের দুটি স্ত্রীর তথ্য গোপন করে ইতিকে বিয়ে
করেন তার স্বামী ইকবাল। বিয়ের পর খুলনা গিয়ে জানতে পারেন, তার আরো দুটি আগের বউ রয়েছে। সেগুলোকেও মিথ্যা তথ্য দিয়ে বিয়ে করেন। কৌশলে তার স্বামী ইকবাল দেড় লাখ টাকা হাতিয়ে নেয় ইতির মা-বাবার কাছ থেকে। ইকবাল মাঝেমধ্যেই বাইরের মহিলাদের স্বজন বলে বাড়িতে নিয়ে আসতেন। প্রতিবাদ করলেই স্ত্রীকে মারধর ও তালাক দেওয়ার ভয় দেখাতো। সম্প্রতি তার স্বামী নিকাহনামা ছিঁড়ে ফেলেন। সেখানে মোহরনা ৩ লাখ টাকা উল্লেখ ছিল।
তিনি অভিযোগ করে আরো জানান, গত ২০ সেপ্টেমবর তার স্বামী ইকবাল স্ত্রীর অনুমতি না নিয়েই আরেকটি বিয়ে করে নতুন বউ নিয়ে বানেশ্বরের ভাড়া বাড়িতে উঠেন। নতুন বউ
বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে মারধর করেন এবং বাবার বাড়ি থেকে আরো টাকা নিয়ে যেতে বলেন। তার কথায় টাকা নিয়ে যেতে না চাইলে আরো তাকে নির্যাতন করে ইকবাল। খবর পেয়ে গৃহবধূ ইতির মা ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে শাশুড়ি আসমা বেগমের উপরও চড়াও হয় তার জামাই। ইতি অভিযোগ করে অরো বলেন, ওই এলাকার এক আ’লীগ নেতা ছত্রছায়ায় এমন কাজ করেন তার স্বামী। স্বামীর নির্যাতনে তিনি হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূ ইতির মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে আগের দুই বউয়ের তথ্য গোপন করে বিয়ে করে। বিভিন্ন সময় টাকা নিয়েছে। এখন আবার যৌতুকের দাবিতে নির্যাতন করছে। আমি শাশুড়ি হলেও খারাপ আচরণ করে।
এস/আর