নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার মহানগর যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন শাহীন আকতার রেনী। এরপর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নগর
আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সঞ্চালনায় ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ অন্যান্য নেতৃবন্দ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর/এস