নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মধ্যে, খাদ্য সামগ্রী বিতরণ করেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নির্দেশে গত সপ্তাহ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে যুবদলের উদ্যেগে এই কর্মসূচী পালন করা হচ্ছে। রাজপাড়া থানা যুবদলের আয়োজনে অত্র ওয়ার্ডের বহরমপুর মোড়সহ অন্যান্য এলাকার মোট ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ সেন্টু, মহানগর যুবদলের সহ-সভাপতি আবু হেনা মোহা: শাহীন রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সহ-সাধারণ সম্পাদক রাজ, কোষাধ্যক্ষ জানে আলম রাসেল ও সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ইমন, রাজপাড়া থানা যুবদলের আহবায়ক
আতাউর রহমান বাধন, যুগ্ম আহবায়ক হাশেম শেখ, এস.এম খায়রুল বাশার, বোয়ালিয়া থানা পশ্চিম যুগ্ম আহবায়ক এ.এইচ.এম শফিক মাহমুদ তন্ময়, যুবনেতা রতন, বাবু, হিরা, রায়হান, মাসুদ, শহিদ, উজ্জল ও বাবু এবং সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হাশেমসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিতরণের সময় রিটন বলেন, দেশব্যাপি করোনা ভাইরাস ক্রমন্বয়ে বেড়েই চলছে। আজও ১৮ জনের করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। পরীক্ষা যত হবে ততই আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার এবং ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনার কথা বলেন রিটন। এছাড়াও দুই হাত করে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে দিনে বার হ্যান্ড ওয়াস কিংবা খাড় জাতীয় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।