নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবীতে ডাকা যুবদলের মিছিল পুলিশি বাধায় প- হয়েছে। শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি সামনে এগোতে থাকলে বিপুল সংখ্যক পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিলটি সামনের দিকে যেতে না পারায় সেখানে বসে পড়ে সমাবেশ করে।
জেলা যুবদলের সভাপতি মুজাদ্দেদ জামানী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্তর’ পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পুঠিয়া যুবদলের আহবায়ক সানোয়ার হোসনে যাদু, বাঘা উপজেলা আহবায়ক সালেহ আহম্মেদ সলিম, দূর্গাপুর উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম হৃদয়, গোদাগাড়ী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, কেশরহাট পৌরষবার আহবায়ক শাহীন আলী, আড়ানী পৌরসভার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, মোহনপুর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও নওহাটা পৌরসভার যুগ্ম আহবায়ক ইফতেখারুল আমিন জনি সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সুচিকিৎসা করার দাবী জানান। সেইসাথে অবৈধ ও অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর পতনের জন্য কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান। উল্লেখ্য, সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে মিছিল করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে