নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় জাকির হোসেন (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জাকির হোসেন কালীদাসখালী এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।
শুক্রবার রাতে বাজারে তিনি ওষুধ আনতে যান। শনিবার সকাল ৯টার দিকে বাঘা থানার পুলিশ পদ্মার চরের কালীদাসখালী এলাকার এক মটরক্ষেতে জাকিরের লাশ পাওয়া যায়।
নিহতের বাবা আবদুল খালেক মোল্লা বলেন, আমার ছেলে জাকির হোসেন শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালীদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তার পর সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি।
সকালে কালীদাসখালী এলাকার এক মটরক্ষেতে তার লাশ পাওয়া যায়। সবজি চাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে এলাকার মানুষকে জানান। পরে আমি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ চিনতে পারি।
পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম বলেন, শুনেছি কালীদাসখালী এলাকায় মটরক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ হত্যার মূল কারণ উদ্ধারের চেষ্টা চলছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।