নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রশান্ত কুমার (১৮) নামের এক হিন্দু যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রশান্ত কুমার রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকার স্বপনের ছেলে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার বন্ধুরা তাকে ভেড়িপাড়া মোড়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসাপাতালের জরুরী বিভাগে উপস্থিত নিহত সুশানের বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা তাদের ছেলের খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, তার বন্ধুরা তাকে খুন করেছে। কি বিষয় নিয়ে খুন হয়ে তা জানি না। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে