রাজশাহী মহানগরীতে যাত্রী হয়ে উঠে অটোরিক্সা চুরির ঘটনার সাথে জড়িত শেখ শিহাব (২০) নামের এক চোরকে গ্রেফতার করছে পুলিশ। আটক যুবক নগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি খড়বনা গ্রামের রফিক শেখের ছেলে। বাকি দুইজন এখনো পলাতক রয়েছে। চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার ২৮ জুন বিকেল সোয়া ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের আঃ হান্নানের ছেলে শামীম তার ভাড়ায় চালিত অটোরিক্সায় অজ্ঞাতনামা ৩ জনকে উঠিয়ে তালাইমারি মোড় থেকে নতুন বুধপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের দক্ষিনে সফেদা
বাগানের সামনে চালক শামীম প্রকৃতির ডাকে অটোরিক্সা থামিয়ে তালা বন্ধ করে চাবি সাথে নিয়ে সফেদা বাগানের ভিতরে যায়। সেখান থেকে এসে দেখে তার অটোরিক্সাটি যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ৩ জন চোর তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার পর তিনি নগরীর মতিহার থানায় চুরির একটি মামলা দায়ের করেন।
পরে মতিহার থানা পুলিশ চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ চোরদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার ভোরে চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার চারুকারু কলা বিভাগের সামনে থেকে আসামী রিফাত শেখ শিহাব (২০) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এস/আর