বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় রাজশাহীতে অমর একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং প্রভাত ফেরী।
করোনাকালীন পরিস্থিতি হওয়ায় এবার স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পত্র-পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজশাহী মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠান নয় জেলার নয়টি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে ।
এস/আর