নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, কলেজ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিল।
এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতেও মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
খবর২৪ঘণ্টা/এমকে