নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা। শনিবার সকাল থেকে আকাশে সূর্য থাকলেও শীতের দাপট ছিল। হালকা বাতাস থাকায় আরো বেশি শীত অনুভূত হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিনে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় দেখা মেলেনি সূর্যের। এদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন কুয়াশায় ঢাকা ছিল আকাশ। অন্যদিনের মতো কুয়াশা থাকলেও ওই দিন শীতের তীব্রতা কিছুটা বেশি ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পুরো নভেম্বর মাস ছিল শীতহীন। শীতের পোশাক ছাড়াই নগর ও আশেপাশের উপজেলার মানুষ বাইরে প্রয়োজনীয় কাজে বেরিয়েছে। ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই শীতের পমিাণ বাড়তে থাকে। রোববার চলতি মৌসুমের প্রথম কুয়াশার চাদরে ঢাকা ছিল
রাজশাহী। এরপর থেকে নিয়মিত শীত ও কুয়াশা থাকলেও বৃহস্পতিবার ছিল একেবারেই আলাদা। কারণ এদিন পুরো দিনই সূর্যের দেখা পায়নি রাজশাহীবাসী। গত কয়েকদিন থেকে কুয়াশা ছিলনা ও তেমন শীতও ছিলনা। গত দুই দিন ধরে হঠাৎ করে রাজশাহীতে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিগ্রি থেকে শনিবার নেমে তা হয়েছে ৮ ডিগ্রিতে। তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিমাণ আরো কমার সম্ভাবনা রয়েছে।
এস/আর