সংবাদ বজ্ঞিপ্তি :
রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে জনপ্রিয় মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো ইনচার্জ মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ূন কবিব পিপিএম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহীন আক্তার রেনী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সাবেক সংরক্ষিত আসনের সংসদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি জাহান পান্না, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব বাংলাভিশনের ষ্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, এসএ টিভি’র রিপোর্টার জিয়াউল গণি সেলিম, আর টিভি’র রিপোর্টার আমির ফয়সাল, মাই টিভি’র রিপোর্টার শাহ্রিয়ার অনতু, দীপ্ত টিভি’র রিপোর্টার ইউ আদনান, চ্যানেল ২৪ এর রিপোর্টার আবরার শাহির, এটিএন নিউজের বুলবুল হাবিব প্রমুখ।
আর/এস