নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে অন্তর (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হলের মোড় ঠাকুরমারা এলাকার আলমগীরের ছেলে। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল
ইসলাম জানান, রোববার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার লিলি সিনেমা হলের মোড় এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অন্তর নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস/আর