নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট চান করেন খায়রুজ্জামান লিটন। রোববার বেলা ১১টায় মহানগরীর ১ নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন
আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর কাঠালবাড়িয়া, রায়পাড়া, গুড়িপাড়া ক্লাবের মোড় হরগ্রাম পালপাড়া এলাকায় বিভিন্ন দোকানে, বাড়িতে ও পথচারীদের কাছে নৌকা মার্কায় ভোট চান। এ সময় খায়রুজ্জামান লিটনের আসার খবর পেয়ে দলে দলে সব বয়সী নারী-পুরুষ তাঁর কাছে ছুটে আসেন। নিজ নিজ এলাকার সমস্যা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
খবর২৪ঘণ্টা/এমকে