নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখমুখি সংঘর্ষে দুু’জনের মৃত্যু হয়েছেে। আহত হয়েছে অনেকে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাতটার দিকে ঘনকুয়াশার কারণে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহণ ও রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হৃদয় ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি হৃদয় ট্রাভেলসের হেলপার ছিলেন।
এছাড়াও আহত হনো আরও অন্তত ২০ জন। তাদের মধ্যে হাসপাতালে আনার পথে মারা যান আরও একজন।
খবর২৪ঘণ্টা.কম/জন