নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও মুক্তিযোদ্ধা বাবর হোসেন শনিবার ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর মহিষবাথান মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হামিদের উপস্থিতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও একদল
চৌকস পুলিশের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ শেষে মহিষবাথান কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলে ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধবান্ধব ও শুভাকাঙ্খী রেখে যান। এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আত্মীয়স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খবর ২৪ ঘণ্টা/আর