নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজনে সাংবাদিকদের নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করবেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার সার্বিক আমিনুল ইসলাম। টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ডায়ানামিক রিপোর্টার্স, বেজিং এডিটর, জার্নালিস্ট সিক্সার্স, জার্নালিস্ট ওয়ারিয়রর্স, মিডিয়া গ্ল্যাডিয়েটর্স ও সুপার ফোকাস। উদ্বোধনী খেলায় অংশ নেয় ডায়ানামিক রিপোর্টার্স ও মিডিয়া গ্ল্যাডিয়েটর্স।
খবর২৪ঘণ্টা/এমকে