নিজস্ব প্রতিবেদক :
মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর গণকপাড়া এলাকায় ব্যাংকটির শাখার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সম্পদের সুসম
বন্টন হয়নি। সম্পদের সুসম বন্টন হতে হবে। তিনি আরো বলেন, রাজশাহীর মানুষের চিন্তা-চেতনা আর পিছিয়ে নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাজশাহীতে ইতোমধ্যে তিনটি শিল্প এলাকা অনুমোদন দিয়েছে সরকার। এসব শিল্প এলাকায় প্রকৃত ব্যক্তিদের প্লট বরাদ্দ দেয়া হবে।
খবর ২৪ ঘণ্টা/আর