নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ১৮ জনকে ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। ১৮টি মামলায় তাদের জরিমানা করা হয়। অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার ও মোটরসাইকেল যান চলাচলে সাধারণ নির্দেশাবলী লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে এ
জরিমানা করা হয়। এ ছাড়াও আরো ৩ জনকে দায়িত্ব পালনে বাধা ও নির্দেশ পালনে অসম্মতির দায়ে জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশানের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে সময় ২১৫টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে