নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মাস্কের দাম বেশি নেয়ার অভিযান চালিয়ে দুই দোকান মালিক কে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সাহেব বাজারে আরডি মার্কেটে ১৫ টাকার মাক্স ৭০ টাকায় বিক্রি করার অপরাধে হানিফ গার্মেন্টসকে ৩ হাজার টাকা ও সাগর গার্মেন্টসকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচাল হাসান মারুফ।
জরিমানা ছাড়াও তিনি সব দোকানিকে মাস্ক এর দাম বেশি না নেওয়ার জন্য অনুরোধ করেন। অমান্য করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর অন্যতম এলাকা লক্ষীপুরের ফুটপাতের দোকানগুলোতে ১০ টাকা দামের মাস্ক ৬০ টাকায় বিক্রি করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি নিউজ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪ ঘন্টায় প্রকাশিত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলো।
এমকে