নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের মারধরে লিটন নামের একব্যক্তি নিহক হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মীরের চক এলাকায়। ১৯ আগস্ট রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ১৭ তারিখ লিটন ও তার ফুপাতো ভাইয়ের মধ্যে মারামারি হয়। এরপর তখন কিছু না হলেও গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, মঙ্গলবার রাত ১২টার দিকেও তাকে একটি ছাতার বাড়ি মারা হয়েছিল। তবে পুলিশ বলছে এমন কথা তারা শোনেন নি।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যপন দাস বলেন, গত ১৭ তারিখে তাদের মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে মারামারি হয়। তারপর গত রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এজাহার দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে