1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

রাজশাহীতে মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সাংবাদিকদের নিয়ে “মানব পাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উইন্রক ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসন্স (বিসি/টিআইপি) প্রোগ্রাম- এর অধীনে নগরীর একটি হোটেলের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ইউএসএআইডি-র অর্থায়নে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, উইন্রক ইন্টারন্যাশনাল’র প্রোগ্রাম ডিরেক্টর এইচ এম নজরুল ইসলাম। এ সময় স্থানীয় বে-সরকারি সংস্থা সচেতন সোসাইটি-র নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক হাসিব হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন, উইন্রক

ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি এইচ এম নজরুল ইসলাম, মজিবুর রহমান, সাজ্জিদ আহমেদ ও আকিব আনোয়ার। দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক কৌশল, মানব পাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, মানব পাচার প্রতিরোধ আইন ২০১২, অভিবাসী আইন ২০১৩, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, মানব পাচারের ক্ষেত্রে সারভাইভার কেন্দ্রিক প্রতিবেদন তৈরির কৌশল প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রশিক্ষণে সংবাদকর্মীগণ বিভিন্ন দলীয় কাজ, মতামত প্রদান, প্রশ্নোত্তর পর্ব ও শিক্ষণীয় গল্প বিশ্লেষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণটিতে মোট ২৯ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের মাঝে মানবপাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সংবেদনশীলতা তৈরি করা, মানব পাচার সংক্রান্ত সংবাদ, মতামত ও উপস্থাপনা বিষয়ে কৌশল সম্পর্কে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে এসব বিষয় মোকাবেলায় গণমাধ্যমকর্মীদেরকে সক্রিয় ভাবে সম্পৃক্ত করা।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST