মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) টুকটুক তালুকদার বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হওয়ার মাধ্যমে আগামী প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে। সে কারণে খেলাধুলাতেও উৎকর্ষ সাধন করা প্রয়োজন। তিনি বলেন, ক্রিকেট খেলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ব্যাপক সুনামের অধিকারী। আজকে নারীরাও ক্রিড়া ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করেছে তাই খেলাধুলার প্রতি মনোযোগী হওয়া বাঞ্চনীয়।
কলেজে অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।খেলা গুলোর মধ্যে রয়েছে রিলে, ১০০ মিটার দৌড়, মোমবাতি দৌড়, বাধা বিঘ্ন অতিক্রম, হাই জামপ,, লং জাম্প ও ভারসাম্য দৌড়।
বিএ.