নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাড়িতে মাদকদ্রব্য রাখতে না দেয়ায় একটি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত সোমবার রাত ১১টার পরে নগরীর সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুরো বাড়িটি পুড়ে গেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। পুড়ে যাওয়া বাড়ির মালিক জালাল উদ্দিন জানান, গত সোমবার বিকেলে ওই এলাকার মাদক ব্যবসায়ী দুই যুবক বাড়িতে ফেন্সিডিল রাখতে চান। এতে বাড়ির লোকজন রাজি হয়নি। তখন মাদক ব্যবসায়ীরা বাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেন। রাতেই তারা আগুন দিয়ে বাড়িটি পুড়িয়ে দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, বাড়িতে মাদক রাখতে না দেয়ায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে মামলা দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই দুই যুবককে গ্রেফতারে চেষ্টা চলছে।
খবর ২৪ ঘণ্টা/আর