রাজশাহীর মতিহার থানার ডাঁশমারী এলাকায় মাদক ব্যবসায়ীর হাসুয়ার কোপে মহানগর গোয়েন্দা পুলিশের কন্সটেবল আতিকুল ইসলাম আহত। ঘটনায় জড়িত অভিযোগে হামলাকারী মাদক ব্যবসায়ী আমিনুল আটক।
আহত আতিকুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার খবর ২৪ঘ ণ্টাকে আলী তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএ