নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মাদকসেবীদের উদ্ধার করতে গিয়ে গণধোলাইয়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফেরদৌস হাসান রানা (৩০) মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাকের সহযোগী। তিনি কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হাফিজুর রহমান বকুলের ছেলে।
স্থানীয়রা জানায়, কেশরহাট পৌর সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয়তলার একটি কক্ষ সিএনজি মালিক সমিতির নামে ভাড়া নিয়ে রানা মাদক ব্যবসা করতেন। ১২ ফেব্রুয়ারি রাতে মোহনপুরের কেশরহাট পৌরসভা সদরে মাদকসেবীদের উদ্ধার করতে গিয়ে সভাপতি আবদুর রাজ্জাকসহ তার ৫ সহযোগী গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় রানাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার মাথায় ১৫টি সেলাই দেয়া হয়। সেলাই পড়ে চোখের পাতাতেও। ভেঙে যায় ডান হাত ও পা। ওই সময় থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন।
নিহতের বাবা বলেন, আমার ছেলের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমি এ ঘটনায় হত্যামামলা দায়ের করবো।
মোহনপুর থানার ওসি আবুল কাশেম বলেন, রানার মৃত্যুর সংবাদ শুনেছি। এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ