নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ওজন বেশি করার জন্য ইলিশ মাছের মধ্যে লোহা ঢুকিয়ে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছে এক মাছ ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত সালেক নামের এক মাছ ব্যবসায়ীর আড়তে এ ঘটনা ঘটে।
মাছ কিনতে আসা ভুক্তভোগী নজরুল ইসলাম নামের ওই ব্যক্তি জানান, মঙ্গলবার দুপুরে তিনি নিউমার্কেট এলাকায় অবস্থিত সালেকের আড়তে ইলিশ মাছ কিনতে যান। আড়তে সালেকের ছোট ভাই দ্বীন মাছ বিক্রি করে। সেখানে তিনি এক কেজি ৮০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেনেন। কিন্তু মাছটির ওজন এক কেজির ওপরে হলেও দেখতে ছোট হওয়ায় সন্দেহ হয় তার। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি তাকে মাছটি কাটতে বলেন।
দোকানি মাছ না কাটার জন্য টালবাহানা করে। এরপর বাজারে থাকা অন্যান্য লোকজন জড়ো হয়ে গেলে বাধ্য হয়ে ব্যবসায়ী মাছ কাটেন। মাছের মাথা কাটার সাথে সাথেই দেখা যায় ভেতরে কাঁটা ও নাট বল্টু রয়েছে। ওই নাট বল্টুর কারণেই মাছটির বেশি ওজন হয়েছিল। এরপর মাছ ব্যবসায়ী ক্রেতাদের তোপের মুখে পড়ে। পরে দ্বীনের বড় ভাই আড়ৎদার সালেক মাছ ক্রেতাকে জানান, হয়তো আড়ৎ থেকে এভাবে দেওয়া হয়েছে। তারা লোহার পেরেক বা নাট ঢোকাননি। দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।
ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। কারণ মাছ ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকিয়ে আসছে। যাতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে মাছের আড়ৎদার সালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ কাজ তারা করেন নি। ঘাট থেকেই হয়তো এভাবে পাঠানো হয়েছিল।
খবর২৪ঘণ্টা/এমকে