নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। নগরীর গুড়িপাড়া এলাকায় র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানাধীন গুড়িপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সেখানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২৫ জন মাদক সেবীকে গ্রেফতার
করা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে ১ জনকে ২৮ দিন, ৪জনকে ১৫ দিন, ২জনকে ১০ দিন, ৯জনকে ৭ দিন, ৭জনকে ৫ দিন, ২জনকে ৩দিন বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা, ১ টি চাকু, ৪ টি কলকি, ৫ টি গ্যাস লাইট, ৬ টি দিয়াশলাই ও ১ টি কাটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং আসামীদের সরাসরি রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে।
আর/এস