নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ২৮ অক্টোবর নগরীর গুড়িপাড়া এলাকায় র্যাব-৫ এর বিশেষ ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে সাজা দেয়া হয়। র্যাব-৫ থেকে পাঠানো ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো
হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর গুড়িপাড়া এলাকায় ২৮ অক্টোবর বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ২০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এস/আর