নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে রুচিতা এগ্রো এন্ড ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজকে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন এর নের্তৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মানহীন পণ্য বাজারজাতকরণ বন্ধের লক্ষ্যে বিএসটিআই, রাজশাহীর উদ্যোগে
নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মেসার্স রুচিতা এগ্রো এন্ড ডেইরী ফুড ইন্ডাঃ, রাজশাহী কর্তৃক উৎপাদিত পণ্যের (বিস্কুট ও কেক) বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও কাউসার আলী উপস্থিত ছিলেন।
আর/এস