নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বিক্রির অপরাধে ও অবহেলার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারকরণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি মামালায় দু’জনকে ৫ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল অভিযান চালিয়ে ১ জনকে ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার অভিযান চারিয়ে ২০০ টাকা জরিমানা করেন। মোট ৪ জনকে ৪টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় ৬১টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে