1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ভূয়া রশিদে মাদ্রাসা-এতিমখানার নামে টাকা তুলে আত্মসাৎ, আটক ১১ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ভূয়া রশিদে মাদ্রাসা-এতিমখানার নামে টাকা তুলে আত্মসাৎ, আটক ১১

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১

মাদ্রাসা-এতিমখানার কেউ না হয়েও ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগোচরে ভূয়া রশিদ তৈরি করে সেই রশিদে ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ টাকা উঠিয়ে আত্মসাৎকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত (শুক্রবার) ৭ মে দিবাগত গভীর রাতে নগরীর রাজপাড়া থানাধীন ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে ১১ জন প্রতারক সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ভূয়া রশিদ ও নগদ ৩৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। নগরের বাইরেও দেশের বিভিন্ন স্থানে

চক্রের সদস্য একই কাজ করছে বরে তথ্য উঠে এসেছে। আটক ১১ জনের মধ্যে ১০ জনই রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পোরশা থানার করিদহ গ্রমের মনতাজ সরদারের ছেলে কাউসার হাবিব (২১), রংপুর জেলার বদরগঞ্জ থানার রাধানগর গ্রামের মকছেদ আলীর ছেলে আবুল কালাম (২১), রংপুরের বদরগঞ্জ থানার পাটোয়ারীপাড়া গ্রমের রফিকুল ইসলামের ছেলে আলি হোসেন (২৩), একই উপজেলার রাধানগর (বর্মডনপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা কামাল (২৫), একই

উপজেলার রাধানগর পলিপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (২৭), একই উপজেলার দিলালপুর গ্রামের হেসানুল সরদারের ছেলে ফিরোজ (২৩), বদরগঞ্জ থানার সোনারগাঁ গ্রমের জুরমান আলীর ছেলে জলিল (২১), একই উপজেলার সোনারগাঁ গ্রামের ফজলুল হকের ছেলে সালমান ইসলাম (২০), একই উপজেলার রাধানগর মন্ডলপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আজিয়ার রহমান (২৭), একই গ্রামের বেল্লালের ছেলে সাহাবুদ্দিন (২৮) ও একই এলাকার মৃত শামসুল হকের ছেলে বাতেন (২৮)।

রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কিছু ব্যক্তি মাদ্রাসা ও এতিমখানার কেউ না হয়েও ধর্মপ্রাণ মুসলমানের অনুভুতি ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা ক্বারিয়ানা হাফিজিয়া আবাসিক মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানা এবং অন্যান্য মাদ্রাসার এতিম খানার নামে ভূয়া রশিদ তৈরি করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করছে। এরা নগরের বিভিন্ন এলাকায় গিয়ে এই টাকা তুলে নিজেরা আত্মসাৎ করছে। যে বিষয়টি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানে না।
প্রতারণা করে চাঁদা আদায়ের বিষয়টি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের নজরে আসে। পরবর্তীতে তথ্যের সূত্র ধরে গোয়েন্দা পুলিশের একটি দল গত ৭ মে (শুক্রবার) দিবাগত রাতে রাজপাড়া থানার ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ তৈরি করে চাঁদা আদায়ের অপরাধে ১১ প্রতারক সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ৩২ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ তৈরি করে চাঁদা আদায়ের কথা স্বীকার করে জানিয়েছে, তাদের অধিকাংশের বাড়ী রংপুর জেলায়। দীর্ঘদিন ধরে তারা একত্রিত হয়ে রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় থেকে রমজান ও ঈদকে উদ্দেশ্যে করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ এর মাধ্যমে টাকা উত্তোলন করে সেই টাকা নিজেরা আত্মসাৎ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিবি ডিসি আরো জানান, আটককৃতরা শুধু টাকা তোলার জন্যই দাড়ি ও টুপি পরে এই প্রতারণা করেছে। যাতে তাদের কর্মকাÐে কেউ সন্দেহ না করে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST