1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে বদলি - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

রাজশাহীতে ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ফেব্ুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় একসঙ্গে ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। গত ২৭ জানুয়ারি জেলা প্রশাসক এসএম আবদুল কাদের তাদের বদলির আদেশ দেন। এসব কর্মকর্তা দীর্ঘদিন এই কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। আর এ কারণেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছিলেন তারা।

রাজশাহী জেলা প্রশাসকের অফিস সূত্র জানিয়েছে, বাঘা উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে জেলার মধ্যেই বিভিন্ন স্থানে বদলি করা হয়।
বদলিকৃতরা হলেন-উপজেলা ভূমি কর্মকর্তা, জমা সহকারী, অফিস সহকারী, ইউনিয়ন ভূমি উপসহকারী, সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, নাজির, অফিস সহায়ক, চেইনম্যান ও নৈশ প্রহরীসহ ১৮ জন।

বাঘা দলিল লেখক সমিতির সদস্য বাবুল ইসলাম বলেন, ভূমি অফিসগুলোতে বিভিন্ন ধরনের অনিময় যেন নিয়মের মধ্যে হচ্ছিল। এ অনিয়ম কমানোর জন্য বদলি করা হয়েছে।

আড়ানী ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী নওশাদ আলী বলেন, আমরা সরকারি চাকরি করি। একই স্থানে চাকরি করতে হবে এ বিধান নেই। এছাড়া আড়ানীতে বেশ কিছুদিন হয়ে গেছে। আমি নিজেও বদলির জন্য চিন্তা করছিলাম। সেটা নিয়মের মধ্যে হয়েছে। তবে আমার চাকরি জীবনে এই প্রথম একসঙ্গে এত কর্মচারি বদলি করা হয়েছে।

এছাড়া ভূমি অফিসের বদনাম লাঘব করার লক্ষ্যে এ বদলি করার জন্য তিনি জেলা প্রশাসককে অভিনন্দন জানান।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, কর্মচারীরা দীর্ঘদিন থেকে একইস্থানে কর্মরত থাকলে বিভিন্ন ধরনের সিন্ডিকেটে জড়িয়ে পড়েন। এ সিন্ডিকেট থেকে দূরে রাখতে জেলা প্রশাসক বদলির আদেশ দিয়েছেন।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুর কাদের বলেন, গোটা রাজশাহী জেলাতেই বদলি করা হয়েছে। কাজে গতি ফিরিয়ে আনা, সেবার মান বৃদ্ধি, অনিয়ম দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এ বদলি করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST