নিজস্ব প্রতিবেদক :
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে রাজশাহী মহানগরীতে ৫ টাকা মূল্যের গোলাপের দাম উঠেছে ৫০ টাকা পর্যন্ত। দামের তোয়াক্কা না করেই প্রিয় মানুষটির সান্নিধ্যে পেতে তরুণ-তরুণীরা ফুল কিনছে। আর এতে করে নগরীর ফুল ব্যবসায়ীরা রমরমা বাণিজ্য করছে ভালবাসা দিবসকে ঘিরে। অনেক দামাদামি করেও ফুল ব্যবসায়ীদের মন গলাতে পারছেনা গ্রাহকরা। ভালবাসা দিবসে ফুলের চাহিদা বেশি থাকায় সুযোগকে কাজে লাগিয়ে ৮/৯ গুন দাম বাড়িয়ে গোলাপের দাম উঠেছে ৫০ টাকায়। কিন্ত থেমে থাকেনি ফুল বিক্রেতাদের ব্যবসা। দাম বেশি নেওয়ার পরও এদিন জমজমাট ব্যবসা করেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারসহ অন্যান্য এলাকার ফুলের দোকানগুলো থেকে অন্যান্য দিনের তুলনায় ব্যাপক ফুল বিক্রি হয়েছে। আর এতে করে বছরের অন্যান্য সময়ের লোকসানও পুষিয়ে নিচ্ছেন তারা। গোলাপ ফুল অন্যান্য দিনে বিক্রি হয় ৫টাকায়। কিন্ত ভালবাসা দিবসে সেই ফুলের দাম উঠেছে আকাশচুম্বী। দাম বেড়ে সেই ফুলের মূল্য ধরা হচ্ছে ৫০ টাকা। অন্যান্য ফুলের তুলনায় গোলাপ ফুলের চাহিদা বেশি। তবে গোলাপ ফুলের মত অন্যান্য ফুলেরও দাম বাড়ানো হয়েছে। তরুণ-তরুণীর দিকে লক্ষ্য করেই এ দাম বাড়িয়েছে ব্যবাসীয়রা। নগরীর সাহেব বাজারে ফুল কিনতে আসা তৈয়ব নামের এক তরুণের সাথে কথা হলে সে জানায়, দাম বেশি হলেও তাকে একটি গোলাপ কিনতে হবে প্রিয়জনের জন্য। প্রিয়জনকে দেয়ার জন্যই সে এত বেশি দাম দিয়ে এই ফুল কিনেছে। তাও যদি প্রিয়জনের মন পাওয়া যায় এ আশায়। সোমা নামের এক তরুণীর সাথে কথা হলে সে জানায়, ৫ টাকা দামের গোলাপের দাম ৫০ টাকা চাওয়া হচ্ছে। অনেক বলেও ৫ টাকা কমানো যায়নি। কিন্তু গোলাপের প্রয়োজনের কারণে বেশি টাকা দিয়েই কিনতে হচ্ছে ফুল। বিশেষ দিনে
গোলাপ ফুল
ফুল ব্যবসায়ীদের উপর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ তরুণী। শুধু উল্লেখিত দোকানগুলোতেই নয় নগরীর বিভিন্ন এলাকার ফুলের দোকানেই গোলাপের দাম ধরা হয় প্রতি পিস ৫০ টাকা। নগরীর এক ফুল ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, বছরের অন্য সময়গুলোতে তেমন ফুল বিক্রি হয়না। বিশেষ দিনগুলোতে ফুল বেশি বিক্রি হয়। চাহিদা বেশি থাকায় দাম বাড়ানো হয়েছে। নাম না প্রকাশ করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এই দিনে বেশি দামে ফুল কিনতে হয় তাই বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে বিশেষ কিছু দিবসে অন্যান্য দিনের লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব হয়।
খবর ২৪ ঘণ্টা/আর