রাজশাহী মহানগরীতে এস.এ পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় তৈরী পটকা ( কিং কোবরাসহ) দুই ভাইকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো, নগরীর মোহনপুর থানা দর্শনপাড়ার আমরুল হকের ছেলে মিলন রানা (২৮) ও রায়হান আলী (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এস. এ পরিবহনে গিয়ে ভৈরব থেকে আসা ১১ টি বস্তায় কি আছে জানতে চাইলে এস.এ পরিবহনের পার্শ্বেল সহকারি সাহাদাত (৩৫) জানায়, বস্তা গুলো না খুলে কিছুই বলা যাচ্ছে না। পরে গোয়েন্দা তথ্য
ও তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে মোহনপুর থানার কেশরহাট পৌরসভার দর্শনপাড়া এলাকা হতে আসামী মিলন ও রায়হানকে গ্রেফতার করে। আসামীদের কুমারপাড়া এস.এ পরিবহন অফিসে নিয়ে এসে তাদের উপস্থিতিতে ১১ টি প্লাষ্টিকের বস্তায় ২,৩৫,৬০০ টাকা মূল্যের ৩,৫৭,০০০ (৩ লাখ ৫৭ হাজার) হাজার পিস ভারতীয় পটকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর