নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি কানামোড় এলাকাই গভীর রাতে ছোট ভাইয়ের সামনেই কিশোরী বোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানা পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো, নগরীর কানামোড় এলাকার মৃত সাহিন ইকবালের ছেলে জাফর (৩০), একই এলাকার রবিন্দ্রদাশের ছেলে শ্রী সাগর দাশ (২৬) ও জাহিদ হাসানের ছেলে রনি (২৩)।
ওই কিশোরী বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৩ বছর।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ২টার দিকে ওই হোটেলের ম্যাচিয়ার জাফর এক কিশোরী মেয়ে ও সাথে থাকা ছোট ছেলেকে ভাত দিতে বলে। এর কিছুক্ষণ পরেই কয়েকজন ছেলে হোটেলে প্রবেশ করে। রাত পৌনে তিনটার দিকে মেয়ে ও ছোট ছেলেকে তারা বাড়িতে নিয়ে চলে যায়। এরপর তারা মেয়েটির ছোট ভাইকে পাশের রুমে বেঁধে রেখে কিশোরী মেয়েটিকে গণধর্ষণ করে। মেয়েটির মাথা ও পায়ে আঘাতও করা হয়। কাজের সন্ধানে মেয়েটি ময়মনসিংহ থেকে রাজশাহী আসে। রাত হয়ে যাওয়ায় তারা স্টেশনে আশ্রয় নেয়। সেই সুযোগে তারা মেয়েটিকে ফাঁদে ফেলে গণধর্ষণ করে।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির বলেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। হাসপাতালে তার পরীক্ষা করা হয়েছে। মামলার তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা/এমকে